Searching...
Wednesday, June 18, 2014

‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষিত জনগোষ্ঠী মাত্র ৮.৩ শতাংশ’

যশোর অফিস : যশোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি পাঁচটি পলিটেকনিক কলেজের উদ্যোগে মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের প্রবৃদ্ধি ও সমতা বিধানের লক্ষ্যে জনগোষ্ঠীকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। বর্তমানে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর হার মাত্র ৮ দশমিক ৩ শতাংশ। সরকারের ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্জন করতে হলে এই হার ২০ শতাংশে উন্নীত করতে হবে।


সংবাদ সম্মেলনে বলা হয়, জব মার্কেট সমীক্ষায় দেখা যায়, বিভিন্ন সংস্থা ও শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকদের ৬৪ শতাংশের কারিগরি ও বৃত্তিমূলক প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই। জাতীয় উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দ্রুত কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর সংখ্যা বাড়াতে হবে। দেশের বেকার সমস্যা সমাধানে বাস্তবমুখী শিক্ষা জরুরি।
সংবাদ সম্মেলনে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সামসুল আলম, এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী মাসুদ করিম, কপোতাক্ষ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল গফুর, বিসিএমসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউশন, মুসলিম এইড ইনস্টিটিউ অব টেকনোলজি, বিসিএমসি, বিটিসি, কপোতাক্ষ পলিটেকনিক, মডেল পলিটেকনিক, টোকিও-বাংলা পলিটেকনিকসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যান্ড পার্টিসহ শোভাযাত্রা বের করে।
 
Back to top!