Searching...
Sunday, August 9, 2015

HSC result 2015

আজ রবিবার দুপুর ২টা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল কলেজের নোটিশ বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। অনলাইনে ফল পেতে www.educationboard.gov.bd#sthash.oJSMtsYQ.dpuf ভিজিট করতে হবে।

তবে এই www.educationboard.gov.bd#sthash.oJSMtsYQ.dpuf গিয়ে অনেকে সার্চ বাক্স খুঁজে পেতে সমস্যায় পড়তে পারেন এক্ষেত্রে 
সরাসরিইন্টারনেট থেকে http://djwbd.blogspot.com/p/result.html করতে হবে। তাহলে সরাসরি সার্চ বাক্স চলে আসবে। সেখানে বোর্ডের নাম ও রোল নম্বর বসিয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন।
এছাড়া মোবাইলে এসএমএসে ফল পেতে- যেকোনো মোবাইল থেকে এবং সব মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে এসএমএস’র মাধ্যমে ফল জানা যাবে।
এইচএসসি: HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানিয়ে দেয়া হবে কাঙ্ক্ষিত ফল।
উল্লেখ্য- এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের শতকরা হার ৬৯.৬০। জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ শিক্ষার্থী। কারিগরিতে পাসের হার ৮৫.৫৮। রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
এরপর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯.৯০ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন। মোট ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে এক হাজার ১৩৩টি কলেজ ও মাদ্রাসা।
 
Back to top!